বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এই নয় যে আপনার জন্য টাকা নিয়ে সে বসে ছিলো। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, এর মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি
টাকা আছে। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, তার মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই,কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে.. ভালো থাকুক ভালো মনের মানুষগুলো।masum171